সৌরভ সাহা (দীপ) — যিনি মানুষের জন্য ভাবেন, মানুষের সঙ্গেই চলেন |
কলকাতার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া দীপ ছোটবেলা থেকেই বিশ্বাস করতেন, পরিবর্তন সম্ভব — যদি পাশে থাকা যায়, হাত ধরা যায়, একসঙ্গে হাঁটা যায়।
২০১৮ সাল থেকে তিনি মানুষের পাশে থেকে সংকটে, সংগ্রামে, সমাধানে সক্রিয়ভাবে যুক্ত।
অ্যাম্ফান হোক বা ইয়াস, কোভিডের ভয়াবহ দিন হোক বা পাড়ার নিত্য সমস্যা—
প্রতিটি মুহূর্তে তিনি প্রমাণ করেছেন, সময় থাকলে নয়, মন থাকলেই পাশে থাকা যায়।
🗣 মানুষ বলেন: “তিনি কথা বলেন না — কাজ দিয়ে জানান দেন।” “তিনি ভাগ নয়, ভালোবেসে জোড়েন।” “উনি প্রতিশ্রুতি নয়, উপস্থিতি দিয়ে আশ্বাস দেন।”
তাঁর দর্শন:
“সংযোগ হোক শক্তি, সংযোগ হোক হৃদয়ের।” একসঙ্গে চলাই বদলের পথ। এই পথেই বিশ্বাস রাখেন দীপ।
যদি আপনি বিশ্বাস করেন:
* মানুষ আগে, পরিচয় পরে
* কাজই আসল, ক্যামেরা নয়
* ভবিষ্যৎ গড়ে ওঠে সংযোগে ও সহমর্মিতায়
তাহলে আপনি ইতিমধ্যেই দীপ-এর মত ভাবছেন। এখন সময় একসঙ্গে এগিয়ে চলার।